আজকাল ওয়েবডেস্ক: গাছের তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন ৪৫ বছরের এক যুবক। হঠাৎ তাঁর উপরেই হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ। আর্বজনার স্তূপে চাপা পড়ে, দমবন্ধ হয়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে এক পুরকর্মীর ভুলেই।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির বরাদরী এলাকায়। পুলিশ জানিয়েছে, সুনীল কুমার প্রজাপতি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। বাড়ির অদূরে একটি গাছের তলায় সেদিন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ এক পুরকর্মী ট্রাক ভর্তি পাঁক-কাদা সুনীলের উপর ফেলে দিয়ে চলে যান। সেই আর্বজনার তলায় দীর্ঘদিন চাপা পড়ে প্রাণ হারান সুনীল।
কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা সুনীলের খোঁজ শুরু করেন। ওই গাড়ির কাছে পৌঁছে ছেলে দেখেন, আর্বজনার মধ্যে দিয়ে বেরিয়ে রয়েছে সুনীলের পা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর ওই পুরকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। গাছের নীচে জলজ্যান্ত মানুষকে না দেখেই আর্বজনার স্তূপ ফেলার অভিযোগ জানিয়েছেন ওই পুরকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
