আজকাল ওয়েবডেস্ক: নিজের জন্য দোকান থেকে মদ কিনে এনেছিলেন এক ব্যক্তি। তারপর তিনি দেখতে পেলেন তার ছেলে সেই মদ খেয়ে ফেলেছে। এরপরই রাগে আগুন হয়ে ছেলেকে হত্যা করলেন সেই ব্যক্তি। এই ঘটনার জেরে রীতিমতো শিহরণ ছড়িয়েছে মহারাষ্ট্রে।
সোমবার এই ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের অমরাবতীতে। ৩৫ বছরের ছেলে তার ৬৫ বছরের বাবার আনা মদ খেয়ে ফেলেছিল। তবে যখনই বাবা দেখেন তার সাধের মদ তার ছেলে খেয়ে সাফ করে দিয়েছে। তখন তিনি জ্ঞান সামলাতে পারেননি। তিনি একটি কাঠের লাঠি তুলে নেন এবং সজোরে ছেলের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই ছেলের মৃত্যু ঘটে।
ঘটনার জেরে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত ছেলের ঘরে দুটি সন্তান রয়েছে। বহুদিন ধরেই ঘরে বেকার বসেছিল ছেলে। এরপর মদে আসক্তি তৈরি হয় তার। এই নিয়ে ঘরে নিত্যদিন ঝগড়া হত তার বাবার সঙ্গে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
