আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের থানে জেলায় ১৩ বছরের এক ক্যান্সার রোগীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিহার থেকে ২৯ বছরের অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, বিহারের ওই কিশোরীর পরিবারের সঙ্গে ওই গ্রামেরই বাসিন্দা অভিযুক্ত মাস দুয়েক আগে বদলাপুরে তাঁদের জন্য একটি ভাড়া বাড়ির ব্যবস্থা করে দেন এবং মেয়ের চিকিৎসায় সাহায্য করেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শৈলেশ কালে জানিয়েছেন, বাড়িতে একা থাকাকালীন ওই যুবক মেয়েটিকে তিনবার যৌন হেনস্থা করে বলে অভিযোগ। প্রতিবেশী মুম্বাইয়ের একটি হাসপাতালে শিশুটির কেমোথেরাপি চলছিল এবং রুটিন পরীক্ষার সময় তাঁকে গর্ভবতী বলে জানা যায়। এরপরই পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করা হয়। 


"অভিযুক্ত নির্যাতিতার পরিবারকে বদলাপুরে থাকার ব্যবস্থা করেছিল এবং তাঁর চিকিৎসায় সাহায্য করছিল। এ সময় সে তাঁকে ধর্ষণ করে এবং সে গর্ভবতী হয়ে পড়ে," বলেছেন সিনিয়র ইন্সপেক্টর কিরণ বালওয়াদকার।

 ধৃত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এবং আরও তদন্ত চলছে।