আজকাল ওয়েবডেস্ক: সাপ নিয়ে ছিনিমিনি খেলা। চুমু খেয়েই গ্রামবাসীদের দেখাতে চেয়েছিলেন, তাঁর কত সাহস! কেরামতি দেখাতে গিয়ে শেষমেশ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক কৃষক। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহাতে। কৃষকের নাম, জিতেন্দ্র কুমার। জানা গেছে, একটি সাপকে গলায় জড়িয়ে নিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে মুখের সামনে সাপটিকে নিয়ে আসেন। তারপরেই সাপকে চুমু খান। সকলের সামনেই ঘটে যায় বিপত্তি। চুমু খাওয়ার সময়েই সাপটি কামড়ায় জিতেন্দ্রকে। কিন্তু তিনি এমন ভাব দেখান, যেন কিছুই ঘটেনি। সাপটিকে ছেড়ে সিগারেটে সুখটান দেন। তারপর থেকেই কৃষকের স্বাস্থ্যের অবনতি হয়।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সে সময় জিতেন্দ্র মত্ত অবস্থায় ছিলেন। গ্রামের মধ্যে প্রায়ই সাপ নিয়ে ছিনিমিনি খেলতে দেখা যায় তাঁকে। এদিন হঠাৎ একটি সাপ দেখা গিয়েছিল একটি বাড়ির দেওয়ালে। সেটি দেখেই ছুটে আসেন জিতেন্দ্র। গলায় জড়িয়ে নেন। এরপর সাপটিকে চুমু খেতেই, সেটি জিভে কামড়ে দেয়।
জিতেন্দ্রর স্বাস্থ্যের অবনতি হতেই মোরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থাও সঙ্কটজনক।
