আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণের অভিযোগে জেলবন্দি তরুণ। এবার সেই কারাগারেই নির্যাতিতাকে বিয়ে করলেন অভিযুক্ত। বিয়ে উপলক্ষে আলোয় সেজে উঠেছিল কারাগার। জেল চত্বরেই বেজে উঠেছিল সানাইয়ের সুর। ধর্ষণে অভিযুক্ত তরুণ ও নির্যাতিতার বিয়েতে জমিয়ে খাওয়াদাওয়াও করলেন সকলে। তাঁদের বিয়ের আসরে উপস্থিত ছিলেন পরিবার, পরিজন, পুলিশ আধিকারিক, জেল কর্তৃপক্ষও। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার গাঞ্জাম জেলায়। পুলিশ জানিয়েছে, পাত্র ও পাত্রী পূর্বপরিচিত ছিল। তাঁদের বিয়ে হওয়ার কথাও ছিল। সেই সময় গুজরাটের সুরাটে কাজ করতেন তরুণ। কিন্তু পারিবারিক অশান্তির জেরে ২৬ বছরের তরুণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়েছিলেন ২২ বছরের তরুণী। থানায় তরুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। গত বছর নভেম্বর মাস থেকে জেলবন্দি ওই তরুণ। 

কয়েক মাস পরেই তরুণকেই বিয়ে করতে রাজি হন তরুণী। জেল কর্তৃপক্ষকে আর্জি জানানোর পর, সেই চত্বরেই বিয়ের অনুমতি পাওয়া যায়। অবশেষে জেলের মধ্যে নির্যাতিতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধর্ষণে অভিযুক্ত তরুণ। 

পুলিশ আরও জানিয়েছে, বিয়ের সমস্ত সাজসজ্জা, তরুণের বিয়ের পোশাক, খাবারের আয়োজন নবদম্পতির পরিবারের তরফেই করা হয়েছিল। বিয়ের পরেই জেলের ভিতরে ঢুকে যান তরুণ। অন্যদিকে পরিবারের সঙ্গে বাড়ি ফেরেন তরুণী। তাঁদের আশা, শীঘ্রই জেল থেকে ছাড়া পাবেন তরুণ। তারপরেই একসঙ্গে সংসার শুরু করবেন।