আজকাল ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর ৮ কোটি চাকরির গ্যারান্টিকে তীব্র কটাক্ষ করল কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীকে বলেন, চাকরি নিয়ে আপনি মিথ্যার জাল বুনেছেন। যে চাকরির কথা আপনি বলছেন তাতে কোনও সত্যি নেই। দেশে তরুণদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে আছে। মোদি সরকার আমলে আগেও কোনও চাকরি হয়নি। এখনও হবে না।

এনআরএ নিয়ে মোদিকে তিনি বলেন, কেন এনআরএ কোনও চাকরি দিতে পারছে না। কেন এই খাতে সরকার বরাদ্দ কমিয়ে দিয়েছে ? কেন এখানে এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ নেই?

নিটের প্রশ্ন ফাঁস নিয়ে খাড়গে বলেন, গোটা দেশের এতবড় দুর্নীতি এর আগে হয়নি। দেশের তরুণ প্রজন্ম যে ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাবে তা হতে দেবে না মোদি সরকার। কংগ্রেস এই বিষয়ে আগেও কথা বলেছিল। কিন্তু বিজেপি তখন চুপ করে ছিল। তারই ফল তাঁরা ভোগ করেছে লোকসভা নির্বাচনে। ৪০০ পার তো দূর, ম্যাজিক ফিগার পর্যন্ত ছুঁতে পারেনি বিজেপি। কংগ্রেস লোকসভা ভোটের সময় থেকে দেশের বেকারত্ব নিয়ে সরব হয়েছে। কিন্তু বিজেপি সরকারের কোনও হেলদোল নেই। এখন ফের মিথ্যার জাল বুনে ফের সবাইকে বোকা বানাচ্ছেন প্রধানমন্ত্রী।