আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তির দিনে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ নাইলন মাঞ্জা বাজেয়াপ্ত করল নাগপুর পুলিশ। শুধু বাজেয়াপ্ত নয়, ট্রাক্টর নিয়ে এসে রীতিমত ওই সুতো নষ্ট করে দেওয়া হল পুলিশের তরফে। সূত্রের খবর, এই অভিযানে প্রায় ১৮ লক্ষ টাকার নাইলন মাঞ্জা উদ্ধার করে পুলিশ। ৫০ জনেরও বেশি মানুষকে নিষিদ্ধ এই নাইলন মাঞ্জা মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। তার আগেই এই অভিযান চালায় নাগপুর পুলিশ।

 

গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে এই ক্ষতিকারক মাঞ্জা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ এই মাঞ্জা বাজেয়াপ্ত করে নাগপুরের ইন্দোরা ময়দানে নিয়ে গিয়ে রোলার দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। নাইলন মাঞ্জা মূলত সুতোর ধারের জন্য পরিচিত। যারা ঘুড়ি ওড়াতে ভালবাসেন তাদের মধ্যে বেশিরভাগই এই নাইলন মাঞ্জা ব্যবহার করে থাকেন। কিন্তু ঘুড়ি ওড়ানোর সময় পশু, পাখি এবং মানুষের জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে।

 

পুলিশ সূত্রে খবর, মকর সংক্রান্তির সময় ঘুড়ি ওড়ানোর জন্য নাইলন মাঞ্জা ব্যবহারে রুখতে শহরের বিভিন্ন জায়গায় ড্রোন ব্যবহার করা হচ্ছে। নাগপুরের পুলিশ কমিশনার ড. রবীন্দ্র কুমার সিংগাল জানিয়েছেন, বাজারগুলিতে সর্বদা নজর রাখা হচ্ছে যাতে এই নিষিদ্ধ মাঞ্জা কেউ বিক্রি না করতে পারেন। শহরের ব্যস্ত এলাকাগুলিতে নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পরিবেশ সুরক্ষা আইনে নাইলন মাঞ্জার ব্যবহার ও বিক্রির জন্য ছয় মাসের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানার শাস্তি রয়েছে।