আজকাল ওয়েবডেস্ক: জটিল স্নায়ুরোগের বাড়বাড়ন্ত মহারাষ্ট্রের পুনেতে। গুলেন বেরি সিন্ড্রোম নামের বিরল রোগে প্রথম মৃত্যু হল পুনেতে। পুনের এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ডায়েরিয়ার মতো উপসর্গ ছিল তাঁর। পরীক্ষা করে দেখা যায়, তিনি গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত। কয়েকদিন আইসিইউতে থাকার পর, বাইরে বের করা হয়েছিল তাঁকে। গতকাল শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। সেদিনই প্রাণ হারান তিনি।
চিকিৎসকরা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত পুনেতে ৭৩ জন গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে ১৪ জন আইসিইউতে ভর্তি রয়েছেন। সকলেরই ডায়েরিয়া, ঘনঘন বমি, জ্বর, গায়ে ব্যথার মতো উপসর্গ রয়েছে।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, এই জটিল স্নায়ুরোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুকে আক্রমণ করে৷ সাধারণ ব্যাক্টেরিয়া, ভাইরাসঘটিত সংক্রমণে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে৷ এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হলে, স্নায়ুগুলিও ঠিকমতো কাজ করে না৷ হাত, পা অসাড় হয়ে যায়৷ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কাও থাকে৷ শ্বাসকষ্টের সমস্যা, খাবার খেতেও সমস্যা দেখা দেয়৷ বর্তমানে সকলকে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি জল ভাল করে ফুটিয়ে তারপর খেতে বলেছেন। আচমকা এই রোগ কীভাবে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে।
