আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায়, স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী। এ ঘটনার পরেই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্ত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে কল্যাণে। তরুণী পুলিশকে জানিয়েছেন, চলতি বছর জানুয়ারি মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যুবকের এটি দ্বিতীয় বিয়ে। ৪৫ বছর বয়সি সোহেল পেশায় ইঞ্জিনিয়ার। বিয়ের কিছু মাস পরেই সোহেল জানান, প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দিতে চান। তার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তখন থেকেই তরুণীর পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতেন যুবক। প্রথম স্ত্রীকে দেওয়ার জন্য দ্বিতীয় স্ত্রীর পরিবারের থেকে প্রতি মাসে ১৫ লক্ষ টাকা চেয়েছিলেন তিনি।
এই প্রস্তাবে রাজি না হওয়ায়, অফিসের বসের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে তরুণীকে বারবার জোর করেছিলেন সোহেল। তাতেও রাজি হননি তরুণী। এক পার্টিতে গিয়েও বসের সঙ্গে সহবাসের জন্য জোর করেন। বারবার স্ত্রীর থেকে 'না' শুনেই মেজাজ হারান সোহেল। এরপর তরুণীকে বেধড়ক মারধর করেন। শেষমেশ তিন তালাক দেন।
এই ঘটনার পরেই স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত যুবককে গ্রেপ্তার করা হয়নি। যৌনতার জন্য জোর করার অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে।
