আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যম কীভাবে জীবন বদলে দিতে পারে তার প্রধান উদাহরণ হল মহাকুম্ভের মোনালিসা। একটি ছবি, একটি ভিডিও আজ বদলে দিয়েছে মোনালিসাকে। মধ্যপ্রদেশের ১৬ বছরের মোনালিসা ভোঁসলে এখন স্টার। কিন্তু তার দিন শুরু হয়েছিল রুদ্রাক্ষের মালা ১০০ টাকাতে বিক্রি করে।
একটি ছোটো গ্রামের এই মেয়েটির গোটা জীবন যেন কল্পনার বাইরে। বিভিন্ন ধর্মীয় মেলাতে সে মালা বিক্রি করত। তবে মহাকুম্ভ থেকেই তার কপাল ফিরে গেল। তার হাসি, চোখ, সৌন্দর্য সবই নজরে চলে আসে সকলের। তার এই ছবি, ভিডিও সকলের হৃদয় ছুঁয়ে যায়। এরপরই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
বেশদিন হয়নি তার জীবনে। এইতো সেদিন মোনালিসাকে সকলে ১০০ টাকার মালা বিক্রি করতে দেখেছে। এখন যে গাড়িতে সে ঘোরে তার দাম নাকি ১ কোটি টাকা। তার এই উত্থান দেখে তাকে সকলে বাহবাই দিয়েছে।
গায়ক উৎকর্ষ শর্মা তার ভাইরাল ছবি দেখে মনে করেছিলেন নিজের মিউজিক ভিডিও সাদগির জন্য সে একেবারে সঠিক। গান শুনে অবাক হয়ে গিয়েছিল মোনালিসা নিজেও। এই কাজে রাজি হয়ে যায় তার পরিবারও। তবে ক্যামেরার সামনে প্রথমে আসতে তার খানিকটা সময় লেগেছে। তবে দ্রুত নিজেকে মানিয়ে নিয়েছে সে। ১৪ জুন তার ভিডিও প্রকাশিত হয়েছে যা সকলের মন কেড়েছে।
মোনালিসা ইতিমধ্যে বলিউডের ছবি দ্য ডাইরি অফ মনিপুরে সই করেছে। ছবিটি করছেন সনোজ মিশ্র। এটিও তার জীবনের একটি বিরাট প্রমোশন হিসেবে থাকবে। এবার মুম্বইতে নিজের বাড়ি কেনার স্বপ্ন দেখছে মোনালিসা।
