আজকাল ওয়েবডেস্ক: সারা রাত ধরে ঘেউ ঘেউ করছিল কুকুর ছানাগুলো। অশান্ত হয়ে উঠেছিল এলাকা। যা আর সহ্য করতে পারেননি মধ্যপ্রদেশের জব্বলপুর শহরের বাসিন্দা রাজেশ দাহিয়া। তাই দেরি না করে পাঁচ কুকুর ছানাকেই পিটিয়ে হত্যা করেন রাজেশ! পশুপ্রেমীরা এই খবর জানতে পেরেই শোরগোল শুরু করে দেয়। ভাইরাল হয়ে যায় রাজেশের পৈশাচিক কীর্তির ভিডিও। অভিযোগ দায়ের হতেই রাজে দাহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ৩০ জুনের বলে জানা গিয়েছে। ওইদিন রাতে স্থানীয় একটি স্কুলের পাশে লাঠি দিয়ে একে একে পাঁচটি কুকুর ছানাকে পিটিয়ে মারেন অভিযুক্ত। ঘটনার সময়ই কয়েকজন পশুপ্রেমী ঘটনাস্থলে পৌঁছে যান এবং তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত রাজেশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি লাঠি নিয়েও তেড়ে যান।

একটি কুকুরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পশু নির্যাতনের অভিযোগে রাজেশ দাহিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) ২৯৬ (অশ্লীল কাজ) ও ৩২৫ ধারায় (প্রাণী হত্যা বা বিকলাঙ্গ করে দুষ্টুমি) মামলা রুজু করা হয়েছে।