আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল দেখে কার না চোখ ছানাবড়া হয়! আগ্রায় শাহজাহানের স্ত্রীকে দেওয়া উপহার আজও চমকে দেয় সাধারণ মানুষকে। ঠিক শাহজাহানের মতোই এক প্রৌঢ় তাঁর স্ত্রীর জন্য তৈরি করলেন একটি বাড়ি। যা হুবহু তাজমহলের মতোই‌। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আনন্দ প্রকাশ চোকসি নামের ওই ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা। বুরহানপুরে স্ত্রী মঞ্জুশার জন্য তাজমহলের মতো বাড়ি বানিয়ে দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আনন্দের। সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই তৈরি হয়েছে বাড়িটি। 

 

জানা গেছে, বাড়িতে চারটি বেডরুম, একটি রান্নাঘর, একটি লাইব্রেরি রয়েছে। বাড়ির মধ্যেই পেঁচানো সিঁড়ি রয়েছে। আনন্দ জানিয়েছেন, তাজমহলের তিনভাগের একভাগ তাঁর বাড়ি। এটি বানানোর জন্য একাধিকবার তিনি ও নির্মাতারা তাজমহল ঘুরে এসেছেন। মার্বেল পাথরের উপর নকশার জন্য বাংলা ও ইন্দোরের শিল্পীদের আনা হয়েছিল। 

 

তিনি আরও জানিয়েছেন, রাজস্থানের মাকরানার কারিগররাও বাড়ি তৈরির কাজে সামিল ছিলেন। বাড়ির মেঝে তৈরি হয়েছে মাকরানার পাথর দিয়ে। বাড়ির আসবাবের কাজ করেছেন সুরাট ও মুম্বইয়ের কারিগররা।