আজকাল ওয়েবডেস্ক: মোদি-শাহের রাজ্যে ব়্যাগিংয়ের জেরে মর্মান্তিক পরিণতি এক ডাক্তারি পড়ুয়ার। শনিবার রাতে কলেজের হস্টেলে ব়্যাগিংয়ের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ১৮ বছর বয়সি এমবিবিএস পড়ুয়া। এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে কলেজের আটজন সিনিয়র ছাত্রের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস ঘটনাটি ঘটেছে গুজরাটের পাটান জেলায়। জিএমইআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া ছিলেন তিনি। গুজরাটের সুরেন্দ্রনগর জেলার জেসদা গ্রামের বাসিন্দা কলেজের হস্টেলে থাকতেন। সহপাঠীরা জানিয়েছেন, প্রায়শই হস্টেলের সিনিয়ররা জুনিয়রদের নানাভাবে ব়্যাগিং করতেন। এর জেরেই মর্মান্তিক পরিণতি ঘটল। 

 

মৃত পড়ুয়ার হস্টেলের সহপাঠীরা পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে হস্টেলে টানা তিন ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে ব়্যাগিং করছিলেন সিনিয়ররা। এই তিন ঘণ্টা নড়াচড়া করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিলেন। এই সময়েই আচমকা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ওই পড়ুয়া। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মাঝরাতে তাঁর মৃত্যু হয়েছে। 

 

ঘটনার পরেই পুলিশ পৌঁছয় হাসপাতালে। ব়্যাগিংয়ের অভিযোগ জানানো হয় মৃত পড়ুয়ার পরিবারের তরফে। কলেজের অ্যান্টি র‌্যাগিং কমিটির কাছে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়ার মৃত্যুর তদন্ত শুরু করেছেন। দোষীদের কঠোর শাস্তির পদক্ষেপ করা হবে।