আজকাল ওয়েবডেস্ক: রেল পুলিশের হাতে ধরা পড়েছে লখনউ-এর শাহিদ নগরের সুফিয়ান। তার বিরুদ্ধে ট্রেন থেকে যাত্রীদের মোবাইল ফোন-সহ একাধিক দ্রব্য চুরির অভিযোগ। মোবাইল, পার্স এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করার অভিযোগে রেলওয়ে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। ট্রেন এবং রেলস্টেশনে চুরি, ডাকাতি, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় পুলিশের নজরে আসে এই ব্যক্তি।
পুলিশ যখন তল্লাশি চালিয়ে সুফিয়ানকে গ্রেপ্তার করে, তখন তার কাছে তিনটি ফোন উদ্ধার হয়েছে যেগুলির দাম অন্তত ৪৫ হাজার বলে জানা গিয়েছে।
তবে পুলিশের চক্ষু চড়কগাছ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা তথ্য। কীভাবে ট্রেনে চুরি-ছিনতাই? সুফিয়ান জানিয়েছে ট্রেনে উঠেই সে যাত্রীদের আশেপাশে হয় আসনে কিংবা নীচে শুয়ে পড়ে। ঘুমানোর ভান করে। যাত্রীরাও একসময়ে ঘুমিয়ে যায়। তারপরেই নিজের কাজ সারে সে। চুরি করে টাকার ব্যাগ, ফোন-সহ অন্যান্য মূল্যবান জিনিস।
দিনকয়েক আগেই মোরদাবাদ থেকে ছাড়া অমরনাথ সুপারফাস্ট এক্সপ্রেস থেকে সে একটি ফোন চুরি করেছিল। সম্প্রতি টাকার অভাবে সেই ফোন বিক্রি করতে বাধ্য হয়। শ্রমজীবী এক্সপ্রেস থেকেও মোবাইল ফোন চুরি করেছে, তাও স্বীকার করেছে জিজ্ঞাসাবাদে।
সুফিয়ান বেশকিছুদিন ধরেই পুলিশের নজরে ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে।
