আজকাল ওয়েবডেস্ক: মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দামে ফের স্বস্তির খবর। পয়লা মে থেকে কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যদিও গত মাসের তুলনায় দামের পার্থক্য খানিকটা কম। চলতি মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দাম কমল ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা পর্যন্ত। 

 

আজ, বৃহস্পতিবার থেকে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হল ১৭৪৭ টাকা ৫০ পয়সা। কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৫১ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৯৯ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৯০৬ টাকা। 

 

আজ থেকেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে সমস্ত শহরে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে দাম কমলেও, রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। এপ্রিল মাসে রান্নার গ্যাসের দাম একধাক্কায় বেড়েছিল ৫০ টাকা। রান্নার গ্যাসের দাম ৮০৩ থেকে বেড়ে ৮৫৩ টাকা হয়েছিল। চলতি মাসেও পুরনো দাম কার্যকর রয়েছে।