আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকা, তাঁর দুই প্রেমিক। লাভ ট্র্যায়াঙ্গাল। বাংলায় যাকে বলে ত্রিকোণ প্রেম। সাহিত্যে, উপন্যাসে, বাস্তব জীবনেও এই ত্রিকোণ প্রেমের উদাহরণ কম নয়। তবে এর জেরে উত্তরপ্রদেশে হোলির রাতে যা ঘটল তা শিউরে ওঠার মতোই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।
ঠিক কী ঘটেছে? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, উত্তরপ্রদেশের বারাণসীতেই জট পাকায় এই ত্রিকোণ প্রেম। প্রেমিকার নতুন প্রেমিক হতেই, সে পুরনো প্রেমিককে খুনের ছক কষে। মাসখানেক আগেই নাকি খুনের পরিকল্পনা হয়ে গিয়েছিল। দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল হোলির রাত।
দিলজিত নামের ওই যুবক, প্রেমিকার ডাকে কিছুতেই বুঝতে পারেননি, তাঁর সঙ্গে বিরাট ষড়যন্ত্র হয়েছে। তবে প্রেমিকা যেখানে যেতে বলেছিল, কিছুদূর যেতেই বুঝতে পারেন, কেউ একজন ধাওয়া করছে তাঁকে।
ধাওয়ার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দেখা গিয়েছে দিলজিত একটি স্কুটিতে ছিলেন। রাত ১১টা ৫ নাগাদ টিভিএস স্পেলন্ডার গাড়িতে অভিযুক্ত তাঁকে ধাওয়া শুরু করে বন্দুক নিয়ে। কিছুক্ষণ পরেই বুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রায় একঘণ্টা পরে, অভিযুক্তকে বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। প্রথমে কয়েকদিন অভিযুক্ত গা ঢাকা দিয়ে থাকলেও, পরে প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
