আজকাল ওয়েবডেস্ক: বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানিকে ভর্তি করা হয়েছে হাসাপাতালে। আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন আডবানি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার অসুস্থ পড়েন এই বিজেপি নেতা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছে আডবানিকে।
চলতি বছরে স্বাস্থ্যজনিত কারণে একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত জুলাইয়ে বয়সজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এই বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল। সে বার কিছু দিন পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান প্রবীণ নেতা।
৯৭ বছরের আডবানি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও ১৯৯৯ সাল থেকে ২০০৪ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। বিজেপি সভাপতির পদেও ছিলেন বহুদিন। এ বছর মার্চে তাঁর হাতে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
