আজকাল ওয়েবডেস্ক: নগদ অর্থ হল এমন একটি বিষয় যা এই ডিজিটাল যুগেও নিজের কাজ করে চলেছে। কখনও এর দাম কমেনি বা আগামীদিনেও কমবে না। ইউপিআই পেমেন্টের যুগেও বহু মানুষ এখনও পর্যন্ত নগদ নিয়েই কাজ করতে ভালবাসেন। দেশের বিভিন্ন অংশে এটিএম পরিষেবা সেই কারণেই রয়েছে।
 
 প্রতিটি ব্যাঙ্কেই এটিএমে কত টাকা দৈনিক তোলা যাবে তা নিয়ে কিছু নিয়ম রয়েছে। সেগুলি যদি জানা থাকে তাহলে সেইমতো নিজের কাজ করে নেওয়া যায়। 
 
 এসবিআইয়ের ডেবিট কার্ড বা ক্লাসিক ডেবিট কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একদিনে এটিএম থেকে নগদ ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এসবিআই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড যদি থাকে তাহলে আপনি একদিকে এটিএম থেকে ১ লক্ষ টাকা তুলতে পারবেন।
 
 এইচডিএফসি ব্যাঙ্কের এনআরও ডেবিট কার্ড যদি থাকে তাহলে একদিনে আপনি এটিএম থেকে ২৫ হাজার টাকা তুলতে পারবেন। যদি ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড থাকে তাহলে একদিকে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। যদি টাইটানাম রয়্যাল ডেবিট কার্ড থাকে তাহলে আপনি একদিনে ৭৫ হাজার টাকা তুলতে পারবেন। যদি জেট প্রিভিলেজ ওয়ার্ল্ড ডেবিট কার্ড থাকে তাহলে আপনি ৩ লক্ষ টাকা তুলতে পারবেন।
 
 কানাড়া ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড মাস্টার ডেবিট কার্ড থাকে তাহলে আপনি দিনে ৭৫ হাজার টাকা তুলতে পারবেন। যদি প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকে তাহলে আপনি ১ লক্ষ টাকা তুলতে পারবেন।
 
 আইসিআইসিআই ব্যাঙ্কের কোরাল ডেবিট কার্ড থাকলে আপনি ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলতে পারবেন। প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকলে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। স্মার্ট শপার ডেবিট কার্ড থাকলে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। 
 
 অ্যাক্সিস ব্যাঙ্কের পাওয়ার স্যালুট ডেবিট কার্ড থাকলে আপনি ৪০ হাজার টাকা তুলতে পারবেন। টাইটানাম প্রাইম ডেবিট কার্ড থাকলে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। ভ্যালু প্লাস ডেবিট কার্ড থাকলে দৈনিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন। বার্গানডি ডেবিট কার্ড থাকলে ৩ লক্ষ টাকা তুলতে পারবেন। 
