আজকাল ওয়েবডেস্ক : মাত্র ১০০ টাকার এসআইপি বাজারে নিয়ে আসছে এলআইসি। বহু বছরের পুরাতন এই প্রতিষ্ঠান এমনিতেই মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতীক। আর এবার মিউচুয়াল ফান্ডের দিকেও নজর দিয়েছে এলআইসি। মাত্র ১০০ টাকা থেকে শুরু হয়েছে এই এসআইপি।

 

একদিকে যেখানে দৈনিক এসআইপি থাকছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। তেমনি অন্যদিকে মাসিক এসআইপিও থাকছে সকলের নাগালের মধ্যে। মাসিক এসআইপি থাকছে ২৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত। কোয়ার্টারলি এসআইপি থাকছে ৭৫০ টাকা। ফলে সহজেই এখানেই সকলে বিনিয়োগ করতে পারবেন। থাকছে এলআইসি-র নির্ভরযোগ্যতাও।

 

এখানে বিনিয়োগ করার আগে কাউকে দুবার ভাবতে হবে না। ছোটো বিনিয়োগের এমন সুযোগ এলআইসি দিয়েছে যে সেখান থেকে সকলেই লাভবান হবেন। এলআইসি-র পক্ষ থেকে বলা হয়েছে খুব অল্প দামে এসআইপি থাকার ফলে সাধারণ মানুষ নিজেদের ইচ্ছামত বিনিয়োগ করতে পারবেন। কারও ওপর কোনও ধরণের চাপ থাকবে না।

 

এমনকি দেশের প্রত্যন্ত অংশের মানুষরা অতি সহজেই ১০০ টাকার এসআইপিতে বিনিয়োগ করতে পারবেন। যাদের দোকান রয়েছে তারাও এই এসআইপিতে বিনিয়োগ করে নিজেদের টাকা বৃদ্ধি করতে পারবেন। নিজের মাসিক বাজেটের সঙ্গে তাল রেখে এই এসআইপি সকলকে নিশ্চিত অর্থের সঙ্গে সঠিক ভবিষ্যৎ প্রদান করবে।