আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে মিষ্টির দোকানে ঢুকে পড়ল আস্ত এক চিতাবাঘ! মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হুলস্থুল পড়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল দমনে। প্রায় ১০ ঘণ্টার হাড়হিম করা অভিযানের পর অবশেষে খাঁচাবন্দি করা গিয়েছে পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে।
বনদপ্তর সূত্রে খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ নানি দমন এলাকার একটি ব্যস্ত বাজারে আচমকা ঢুকে পড়ে চিতাবাঘটি। সেটিকে একটি মিষ্টির দোকানের ভিতর সেঁধিয়ে যেতে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এলাকাবাসী। খবর পেয়েই পুলিশ ও বনকর্মীরা এসে এলাকাটি ঘিরে ফেলেন।
বনসংরক্ষক হর্ষরাজ ওয়াথোরে জানান, ওই দোকানটি বহুতলের। দোকানের তিনতলার সিঁড়িতে জেঁকে বসেছিল বাঘটি। তাকে বাগে আনতে জাল পাতা হয়, আনা হয় খাঁচাও। কিন্তু বাঘটি অত্যন্ত আক্রমণাত্মক অবস্থায় ছিল। বারবার সে বনকর্মীদের লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। জানা গিয়েছে, চিতাবাঘের নখের আঁচড়ে এক বনকর্মী সামান্য জখমও হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি জটিল বুঝে তড়িঘড়ি গুজরাটের বলসাড় এবং মহারাষ্ট্রের ডাহানু থেকে বিশেষজ্ঞ দল তলব করা হয়। শেষমেশ ডাহানু থেকে আসা বিশেষ দলের ছোঁড়া ঘুমপাড়ানি গুলিতে নিস্তেজ হয় চিতাবাঘটি। তার পরেই তাকে খাঁচাবন্দি করে নিয়ে যান বনকর্মীরা। গোটা অভিযান তদারকি করতে ঘটনাস্থলে হাজির ছিলেন জেলাশাসক সৌরভ মিশ্রও।
জানা গিয়েছে, গত দু’দিন ধরেই দমনের বিভিন্ন এলাকায় চিতাবাঘটিকে ঘুরতে দেখা যাচ্ছিল। সোমবার রাতেও ধোবি তলাও এলাকায় বাঘের দেখা মিলেছিল। বাঘটি ধরা পড়ায় আপাতত স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।
