আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে করা কৌতুকের জেরে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে কুনাল কামরার দায়ের করা আবেদনের রায় না দেওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিল বোম্বে হাই কোর্ট।
আজ, ১৭ এপ্রিল, মাদ্রাজ হাই কোর্টের আগে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার দিনেই এই নির্দেশ দিল বিচারপতি সারং কোটওয়াল ও বিচারপতি শ্রীরাম মোডকের বেঞ্চ।
আদালত জানায়, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫(৩) ধারায় সমন জারি হয়েছে, যা তখনই প্রযোজ্য হয় যখন গ্রেপ্তার প্রয়োজন হয় না।
এই মামলায় শিন্ডে গোষ্ঠীর শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে ৩৫৩(১)(বি), ৩৫৩(২) (জনসাধারণের অশান্তি) ও ৩৫৬(২) (মানহানিকর মন্তব্য) ধারায় এফআইআর দায়ের হয়।
কামরার পক্ষে প্রবীণ আইনজীবী নভরোজ সীরভাই যুক্তি দেন, এটি সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদের আওতায় থাকা মতপ্রকাশের স্বাধীনতা, এবং এতে কোনও শাস্তিযোগ্য অপরাধ ঘটেনি।
অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, এটি ছিল “কৌতুক নয়, উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ”, যা শিন্ডের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এবং তাঁর ২১ অনুচ্ছেদভুক্ত অধিকার লঙ্ঘিত হয়েছে।
আদালত এখন চূড়ান্ত রায় ঘোষণা না করা পর্যন্ত কামরার গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিয়েছে।
