আজকাল ওয়েবডেস্ক:‌ ফের বড় সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (‌এসটিএফ)‌। বিহারে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বিহারের তারাপুরে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ ও বিহার পুলিশের এসটিএফ। তল্লাশি অভিযানে একটি খাবারের থালা বানানোর কারখানার নীচে মাটির তলায় গোপন কুঠুরির সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ঘরে দীর্ঘ দিন ধরে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি হত। সেখান থেকে বন্দুক–পিস্তলের নানা যন্ত্রাংশও উদ্ধার করেছে এসটিএফ।


বেআইনি অস্ত্র কারখানার মালিক মহম্মদ মোনাজির হুসেন এবং তাঁর শ্যালক মহম্মদ নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ জড়িত কিনা তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ, ৬টি পিস্তলের বাট এবং ১টি লেদ মেশিন উদ্ধার করা হয়েছে। এছাড়া ড্রিলিং মেশিন ছাড়াও প্রচুর কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। 


প্রসঙ্গত, মাসখানেক আগেই বিহারের ভাগলপুরে বেআইনি বন্দুক তৈরির কারখানার হদিশ মিলেছিল। উদ্ধার হয়েছিল বহু আগ্নেয়াস্ত্র ও কাঁচামাল। বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তারপর বুধবার ফের মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। 

 

ছবি:‌ প্রতীকী