আজকাল ওয়েবডেস্ক: কেরালা হাইকোর্টের বিচারপতি পি ভি কুঞ্জিকৃষ্ণন এক গুরুত্বপূর্ণ রায়ে মন্তব্য করেছেন, “একজন অপরাধী চিরকাল অপরাধী থাকেন না।” তিনি হিন্দু পুরাণের ঋষি বাল্মীকির উদাহরণ তুলে বলেন, “বাল্মীকিও একসময় ডাকাত ছিলেন, কিন্তু পরে পরিশুদ্ধ হয়ে ‘রামায়ণ’-এর রচয়িতা হন।” বিচারপতি বলেন, “যদি কেউ প্রকৃত অর্থে সংশোধনের পথে এগোতে চান, তাহলে আদালত তার সেই দাবিকে অগ্রাহ্য করতে পারে না।”

তিনি আরও বলেন, “সমাজ অপরাধীদের সৃষ্টি করে এবং সমাজেরও দায়িত্ব রয়েছে তাদের সংশোধনের সুযোগ দেওয়ার। শুধুমাত্র অতীত ইতিহাসের জন্য কাউকে আজীবন দোষী হিসেবে দেখলে সংস্কার অসম্ভব হয়ে পড়ে।” এই পর্যবেক্ষণ আসে এমন এক মামলায়, যেখানে এক ব্যক্তি তার নাম ‘রাউডি তালিকা’ থেকে সরানোর আবেদন করেন। তিনি জানান, গত আট বছরে তিনি কোনও অপরাধে জড়াননি এবং এখন একটি স্থিতিশীল চাকরি করছেন, গির্জায় নিয়মিত যাচ্ছেন। আদালত আবেদন মঞ্জুর করে তার নাম তালিকা থেকে সরানোর নির্দেশ দেয়।

বিচারপতি কুঞ্জিকৃষ্ণনের মতে, ভারতীয় দণ্ডবিধি কেবল শাস্তির নয়, সংশোধনের নীতিতেও বিশ্বাস করে—এটাই সভ্যতার প্রকৃত চিহ্ন।