আজকাল ওয়েবডেস্ক: যৌন কেলেঙ্কারিতে ফাঁসলেন এক ব্যবসায়ী। অভিনেত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। কেরলের এই ঘটনায় ববি চেম্মানুর নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেখানকার বিশেষ তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মালায়ালাম অভিনেত্রী হানি রোজ। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর ওয়ানাড থেকে তাঁকে পুলিশ আটক করে।
কী করে জানা গেল এই ঘটনা? ওই অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে জানান। কিন্তু কারও নাম সেখানে উল্লেখ করা হয়নি। তিনি জানান, হয়রানির ঘটনায় তিনি বিধ্বস্ত। এই নিয়ে লাগাতার পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি, ওই প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে হুমকিও পেয়েছেন। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান রোজ।
অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, চার মাস আগে তাঁর সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে তাঁর আলাপ কাজের সূত্রেই। তারপরেই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ববি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ববি পেশায় একজন গয়না ব্যবসায়ী। তাঁর সংস্থার নাম চেম্মানুর। কেরলে ওই সংস্থার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। তদন্তে উঠে এসেছে, ওই সংস্থা তাঁদের প্রমোশনে ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে কেরালায় এনেছিলেন। এই যৌন কেলেঙ্কারির কাণ্ড সামনে আসার পর ওই ব্যবসায়ীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।
