আজকাল ওয়েবডেস্ক:কর্ণাটকে এসএসএলসি পরীক্ষা চলছে। সেখানকার পড়ুয়াদের অনেকেই নাকি পরীক্ষার খাতায় ৫০০টাকা করে আটকে দিয়েছে, আর সঙ্গেই লিখেছে দু’ চার লাইন। দাবি পড়ে চক্ষু চড়কগাছ পরীক্ষকদের।
কী বলছে পড়ুয়ারা? আচমকা পরীক্ষার খাতায় উত্তর লেখার বদলে সোজা ৫০০টাকার নোটই বা কেন আটকে দিয়েছে তারা?
জানা যাচ্ছে, ওই ৫০০টাকা মূলত ‘ডিল’-এর জন্য। খাতার মাঝে ৫০০টাকা দিয়ে শিক্ষকের উদ্দেশে লেখা হয়েছে, যেন তেন প্রকারে যেন তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেন তাঁরা।
কেউ কেউ লিখেছে, এই পরীক্ষায় পাশ না করলে তাদের কলেজ পাঠাবে না বাড়ির লোকজন। সেটা তো আর হতে পারে না। কলেজ যেতেই হবে। তাই পরীক্ষক যেন দয়া করে পাশ করিয়ে দেন।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বেলাগাভির বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের দাবির ন্যায্যতা প্রমাণের জন্য একাধিক কারণ দেখিয়েছে। তারপরেই পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করার জন্য পরীক্ষকের কাছে আন্তরিক আবেদন জানিয়েছে।
একজন আবার লিখেছে, এই প্রীক্ষায় পাশ ফেলের উপর নির্ভর করে রয়েছে তার সম্পর্ক। সে যদি পরীক্ষায় পাশ করে, তবেই একমাত্র তার প্রেমের সম্পর্ক টিকে থাকবে। কেউ লিখেছে, 'এই ৫০০টাকা দিয়ে চা খাবেন, আমাকে দয়া করে পাশ করিয়ে দিন।' একজন পড়ুয়া পরে আরও টাকা দেওয়ার আশ্বাস ও দিয়েছে পড়ীক্ষার খাতায়। লিখেছে, 'আমাকে পাশ করালে আমি টাকা দেব আপনাকে।'
