আজকাল ওয়েবডেস্ক: প্রেম করে বিয়ে। কিন্তু গত কয়েক মাস ধরেই স্বামী-স্ত্রীর সম্পর্ক তলানীতে পৌঁছেছিল। প্রায়ই অশান্তি লেগে থাকতো। এসবের মধ্যেই নিজের বাড়িতে রাতে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন স্বামী! এরপরই আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি ২৮ বছরের শঙ্কর। চরম কাণ্ড ঘটিয়ে পেলেন তিনি। তৃতীয় ব্যক্তি ও স্ত্রীকে প্রথমে মারধর করেন শঙ্কর। এরপর স্ত্রীর মুণ্ডু কেটে দেন যুবক। এখানেই শেষ নয়। শেষমেষ কাটা মুণ্ডু হাতেই সাইকেল চালিয়ে স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শঙ্কর। ঘটনাটি ঘটেছে কর্নাটকে বেঙ্গালুরুর কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতি প্রেমের বিয়ে ছিল। সম্প্রতি তাঁরা অন্য এলাকায় ভাড় বাড়িতে উঠেছিলেন। ৩রা জুন রাতে, শঙ্কর কাজে বেরিয়ে যান। ফেরেন গভীর রাতে। বাড়ি ফিরতেই স্ত্রী মনসার (২৬) পরপুরুষের প্রতি প্রেমের বিষয়টি স্পষ্ট হয়ে যায় তাঁর কাছে। বাড়ি ফিরে শঙ্কর দেখেন, বিছানায় ঘনিষ্ঠভাবে অন্য পুরুষের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী।
এরপর আর মেজাজ ঠিক রাখতে পারেননি সঙ্গর। দু'জনকেই মারধর করেন। পরে নিদের স্ত্রীর মুণ্ডু কেটে ফেলেন!
সম্প্রতি শঙ্কর ও মনসার মধ্যে বৈবাহিক সমস্যাদেখা দিযেছিল বলে জানা গিয়েছে। সূত্র জানিয়েছে যে, মহিলাটি আলাদা হওয়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন। কিন্তু শঙ্করের বাড়িতে আসা-যাওয়া অব্যাহত রাখায় তাঁদের মধ্যে বারবার ঝামেলা হত। তেমনই গত বৃহস্পতিবার রাতে তাঁদের ঝগড়া হয়েছিল।
ঘটনার পর, শঙ্কর নিজের সাইকেল চালিয়ে কাটা মাথা নিয়ে থানায় হাজির হন এবং আত্মসমর্পণ করেন। সূর্যনগর থানার পুলিশ মামলা দায়ের করেছে এবং হত্যার তদন্ত করছে।
