আজকাল ওয়েবডেস্ক: বাস থামিয়ে নমাজ পাঠ করছেন সরকারি বাসের চালক। অপেক্ষা করছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে তাঁদের। কিন্তু, চালক ধর্ম পালনে মগ্ন। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ঘটনাটি ঘটেছিল গত ২৯ এপ্রিল। রাজ্য সরকারি বাস কর্নাটকের হুব্বাল্লি থেকে হাবেরি পর্যন্ত চলাচল করে। সেই রুটেরই একটি বাসের চালকের আচরণ ঘিরে বিতর্ক দানা বাঁধে। 

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, ইউনিফর্ম পরিহিত চালক সরকারি বাসটিকে একটি জায়গায পার্ক করিয়েছেন। এরপর ওই বাসের ভিতরে একটি আসনে নমাজ পাঠ করছেন তিনি। তখন যাত্রীরা অপেক্ষা করছেন।

 

?ref_src=twsrc%5Etfw">April 30, 2025

চালকের এই কাজ সরকারি কর্তব্যের সময় গাফিলতি বলে অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও দেখে কর্নাটক পরিবহন বিভাগ তাৎক্ষণিকভাবে এই ঘটনার তদন্তের নির্দেশ দেয়। পরিবহণ মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি নির্দেশ দেন যে, যদি কোনও রাজ্য সরকারি কর্মচারী পরিষেবা নিয়ম লঙ্ঘন করে থাকেন তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সে রাজ্যের পরিবহণ বিভাগ জানিয়েছে যে, তদন্তের ফলাফল না আসা পর্যন্ত অভিযুক্ত চালককে বরখাস্ত করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রী রেড্ডি জানিয়েছেন, 'সরকারি চাকরিতে কর্মরত কর্মীদের কিছু নিয়মকানুন বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। যদিও প্রত্যেকেরই যেকোনও ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু অফিসের সময়ে তা করা যায় না। বাসে যাত্রী থাকা সত্ত্বেও মাঝপথে বাস থামিয়ে নমাজ পড়ার বিষয়টি বেশ আপত্তিকর।'

ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যা না হয়, তা নিশ্চিত করতে মন্ত্রী হুব্বাল্লিতে অবস্থিত নর্থ ওয়েস্টার্ন কর্নাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পরিচালককে নির্দেশ দিয়েছেন।