আজকাল ওয়েবডেস্ক: অভিনেতা সইফ আলি খানের উপর ভয়াবহ হামলা। মুম্বইয়ের বান্দ্রার বাড়িতেই সইফের উপর এলোপাথাড়ি ছুরির কোপ বসায় চোর। হামলায় গুরুতর আহত হয়েছেন অভিনেতা। মধ্যরাতে যে সময় অভিনেতার উপর হামলা হয়, তার কিছুক্ষণ আগেই হাউস পার্টিতে মেতেছিলেন স্ত্রী, অভিনেত্রী করিনা কাপুর খান। 

গতকাল রাতে সইফের উপর হামলার কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে হাউস পার্টির ছবি শেয়ার করেছিলেন করিনা। সেখানে উপস্থিত ছিলেন দিদি করিশ্মা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর ও বন্ধু রিয়া কাপুর। হাউস পার্টির পর মদ্যপানের ছবি পোস্ট করেছিলেন করিশ্মা কাপুর। সেটিই ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছিলেন করিনা। হাউস পার্টির কিছুক্ষণ পরেই যে সইফের উপর ভয়াবহ হামলা হবে, তা বিন্দুমাত্র টের পাননি কেউ। 

রাত সাড়ে তিনটে নাগাদ সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ছ'বার অভিনেতার শরীরে ছুরির কোপ বসানো হয়। যার মধ্যে দু'টি আঘাত গভীর। শিরদাঁড়ার কাছেও চোট রয়েছে। অস্ত্রোপচার ইতিমধ্যেই হয়েছে। ছুরির টুকরো বের করা হয়েছে অভিনেতার শরীর থেকে। অন্যদিকে অভিনেতার উপর হামলার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে মুম্বই পুলিশ।