আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড যোগীরাজ্যে। এবার উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার রাতে বাড়িতে ঢুকে এক সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই সাংবাদিকের বন্ধু ও বিজেপি সংখ্যালঘু সেলের নেতা। তিনিও আহত হয়েছেন।
মৃত সাংবাদিকের নাম দিলীপ সাইনি (৩৮)। উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বাসিন্দা ছিলেন তিনি। বুধবার রাতে তিনি ও তাঁর বন্ধু বিজেপি নেতা বাড়িতে ডিনার করছিলেন। আচমকাই সাইনির একটি ফোন আসে। এরপর তিনি দরজা খুলতেই তাঁর উপরে হামলা হয়। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয় এবং কুপিয়ে খুন করে। গুলি চালানোর অভিযোগও রয়েছে।। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আততায়ীদের আগে থেকেই চিনতেন সাংবাদিক। কোনও ঝামেলা বা শত্রুতার কারণে এই খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ।
ঘটনার সময়ে সাংবাদিকের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বন্ধু তথা স্থানীয় বিজেপি নেতা শাহিদ খান। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘ঘরে ঢুকেই আততায়ীরা সাইনিকে কোপাতে শুরু করে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকেও কোপাতে থাকে।’
ঘটনার পরেই দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মারা যান সাইনি। আর চিকিৎসাধীন বিজেপি নেতা।
