আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের জেরে কলকাতার পাশাপাশি দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষরা। প্রতিবাদের আঁচ ছড়িয়েছে বিদেশেও। এই আবহে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। পশ্চিমবঙ্গের পর এবার ঝাড়খণ্ডে। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় যৌন নিগ্রহের শিকার এক তরুণী চিকিৎসক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাঁচিতে। তরুণী চিকিৎসক রাঁচি রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কর্মরত। রবিবার ওই হাসপাতালে ওয়ার্ডে যাওয়ার সময় লিফটে যৌন নিগ্রহের শিকার হন তিনি। ঘটনায় দ্রুত থানায় অভিযোগ জানায় তরুণীর পরিবার। কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে যৌন নিগ্রহের ঘটনায় এফ আই আর দায়ের হওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

এদিকে হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসকের যৌন হেনস্থার ঘটনায় বিক্ষোভে সামিল হন চিকিৎসকরা। পেন ডাউন কর্মসূচিতেও সামিল হন তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবং জুনিয়র চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর কর্মবিরতি তুলে নেন চিকিৎসকরা। বিক্ষোভ থামালেও হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ দাবি করেন তাঁরা। 

 

চিকিৎসকদের দাবি মেনে এবার থেকে প্রতি লিফটে একজন করে কর্মী রাখা হবে। পাশাপাশি প্রতি ওয়ার্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাঁচির এই হাসপাতালে একশো জন পুলিশ মোতায়েন করা হবে।