আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে সম্প্রতি এক কয়লা খনির একাংশ ধসে পড়ে। 'অবৈধ খনি' উদ্ধারের সময় এটি ঘটে৷ ঘটনার জেরে শনিবার একজনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নীচে অনেক লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে জেলার কর্মা এলাকায় ঘটনাটি ঘটে। এরপর দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য একটি প্রশাসনিক দলকে তৎপর করা হয়।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। কারণ আরও লোক আটকা পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। খবর অনুসারে, কিছু গ্রামবাসী ঘটনাস্থলে 'অবৈধ' কয়লা খনির সঙ্গে জড়িত ছিল। সেই সূত্রেই এই অভিযান চলছিল।
ঘটনার তদন্তের জন্য একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান বর্তমানে চলছে। আরও বিস্তারিত জানার অপেক্ষায়।
