আজকাল ওয়েবডেস্ক: বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও দু'জন ডিআরজি কর্মী।

ছত্তিশগড় পুলিশের একজন ঊর্ধ্বতন আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার সকালে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অঞ্চলে রাজ্য পুলিশের ইউনিট ডিআরজি-র একটি দল মাওবাদবিরোধী অভিযানে বের হওয়ার সময়ই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ডিআরজি জওয়ান দীনেশ নাগ নিহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং অভিযান থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আগামী বছর ৩১ মার্চের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত করার অঙ্গীকার করেছেন। ফলে চলছে মাওবিরোধী অভিযান। শাহের কথায়, মাওবাদ বছরের পর বছর ধরে দেশের বেশ কয়েকটি অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

আরও পড়ুন-  ত্রিপুরায় মর্মান্তিক দুর্ঘটনা: পূজো শেষে ফেরার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু, শাপলা তুলতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

গত কয়েক মাস ধরে, কেন্দ্রীয় সরকারের কঠোর অভিযানের ফলে উল্লেখযোগ্য পুরষ্কারপ্রাপ্ত বেশ কয়েকজন মাওবাদীকে হয় গ্রেপ্তার করা গিয়েছে অথবা তাঁরা আত্মসমর্পণ করেছেন। বেশ কয়েকজন নিহতও হয়েছেন।

গত মাসে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুঝামাদ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় মাওবাদী নিহত হয়েছেন।

৮ লক্ষ টাকা পুরস্কারপ্রাপ্ত একজন শীর্ষ মাওবাদী নেতা সোধি কান্না গত জুলাই মাসে বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

১.১৮ কোটি টাকা পুরস্কারপ্রাপ্ত ২৩ জন মাওবাদী চলতি বছরের জুলাই মাসে সুকমা জেলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পার্শ্ববর্তী নারায়ণপুর জেলায় মোট ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করার একদিন পর এই ঘটনা ঘটেছিল।