আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের জৌনপুর জেলার একটি কনভেন্ট স্কুলকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্কুলের অধ্যক্ষ ও এক মহিলা শিক্ষিকাকে বিদ্যালয়ের কক্ষে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে, পাশাপাশি প্রশাসনের দিক থেকেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ জারি করা হয়েছে।

 

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য ভিডিও, ছবি ও রিল নেটদুনিয়ায় আপলোড হয়, যার কিছু মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কখনও তা বিনোদনের, কখনও সচেতনতার, আবার অনেক সময় বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়। এবার ভাইরাল হওয়া এই ভিডিওটি সেই বিতর্কিত তালিকায় নাম লিখিয়েছে।

 

প্রাপ্ত তথ্যানুসারে, সংশ্লিষ্ট ভিডিওটি গোপনে ক্যামেরাবন্দী করা হয়েছিল। ফুটেজে দেখা যায়, স্কুলের অধ্যক্ষ এক মহিলা শিক্ষিকার সঙ্গে অত্যন্ত আপত্তিকর ভঙ্গিতে বিদ্যালয়ের একটি ঘরে অবস্থান করছেন। মহিলা শিক্ষিকাটি ওই স্কুলেরই কর্মী বলে জানা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রের মর্যাদা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে।

 

জৌনপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর (BSA) ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করেছে। অভিযুক্তদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

 

ভিডিওটি সামনে আসতেই নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষার পবিত্র পরিবেশে এমন কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া শাস্তি নিশ্চিত হবে কি না। স্থানীয় মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রবল আকার নিয়েছে।

 

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জানিয়েছেন, স্কুলের মর্যাদা রক্ষার্থে এবং শিক্ষার্থীদের স্বার্থে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনওভাবেই বরদাস্ত করা হবে না।