আজকাল ওয়েবডেস্ক: এ আর রহমানের 'রং দি বাসন্তী' গানের সুর সোশ্যাল মিডিয়ায় জুড়ে আলোড়ন ফেলেছে। তবে এবার জাপানি ইন্সট্রুমেন্টাল মেটাল ত্রয়ী ব্যান্ড ASTERISM সেই গানের সুর তুলেছে। গানের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়া শোরগোল পড়েছে। হু হু করে বেড়েছে ভিউ। লাইক কমেন্টসের ঝড়।
ভারতীয় সঙ্গীত যদি বিদেশিরা গায় তাহলে গোটা দেশে তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কারণ প্রত্যেকেরই নিজের দেশকে নিয়ে আলাদা রকমের আবেগ কাজ করে। এবারও ঠিক এমনটাই ঘটেছে। 'সুরের রাজা' এ আর রহমানের গান যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তা প্রমান আবারও পাওয়া গেল। জাপানি ইন্সট্রুমেন্টাল মেটাল ত্রয়ী ব্যান্ড ASTERISM রং দি বাসন্তীর গানের সুর তুলে চমকে দিল সবাইকে। জাপানি ব্যান্ডের এই গানের ভিডিও শেয়ার করা হয়েছে ইন্ডিয়ান কালচারের পেজ থেকে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনজন মিলে ড্রাম এবং ইলেকট্রিক গিটার সাহায্যে গানটিকে পরিবেশন করছেন। এই ভিডিওটি নেটিজেনরা বেশ পছন্দ করেছেন।
