আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানে সাংহাই কোঅপারেশন বৈঠকে যোগ দেবেন তিনি। ৯ বছরের পর কোনও ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তান সফর করবেন। এর আগে ২০১৫ সালে সুষমা স্বরাজ সেদেশে গিয়েছিলেন। কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদ নিয়ে তরজার আবহেই পাকিস্তান যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ দিল্লির তরফে এই ঘোষণা করা হয়েছে।
বিদেশমন্ত্রী অক্টোবরের মাঝামাঝি সাংহাই সহযোগিতা সংস্থার সামিটে যোগ দিতে পাকিস্তানে যাবেন বলে জানা গিয়েছে। কাশ্মীর ইস্যু এবং পাকিস্তান থেকে উদ্ভূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। ২০১৯ সালের ৫ আগস্ট ভারত জম্মু ও কাশ্মীরে থাকা সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে। পাশাপাশি রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এই ঘোষণার পর সম্পর্ক আরও খারাপ হয়েছিল।
কেন্দ্র ধারা ৩৭০ বাতিল করার পর পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে শৈত্য এসেছে ৷ যদিও ভারত পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক চাইছে বলে বারবার বলা হচ্ছে ৷ একই সঙ্গে, সন্ত্রাস এবং সেই পরিবেশ তৈরি করার দায় ইসলামাবাদের উপরই বর্তায় বলে জানিয়েছে ভারত ৷ পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিও দেশগুলির বিদেশমন্ত্রীদের ব্যক্তিগত বৈঠকে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন।
