আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি। অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরই বিধানসভা নির্বাচন করানোর দিকে নজর রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বিজেপি নেতাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতের বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডাও। সেখানেই ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজেপি সবকটি আসনেই একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। ১৯ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। তারপরই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে শাহ দলের কর্মীদের জানিয়ে দিয়েছেন। বিধানসভা নির্বাচনে কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হবে না বলেও জানিয়ে দিয়েছেন শাহ।