আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি. চিদাম্বরম বৃহস্পতিবার প্রশ্ন তুললেন INDIA জোটের ভবিষ্যৎ নিয়ে। তিনি বললেন, "জোট এখনও অটুট আছে কিনা, আমি নিশ্চিত নই। মনে হচ্ছে সেলাইয়ের জায়গা থেকেই ছিঁড়ে যাচ্ছে।"

সালমান খুরশিদ ও মৃণাল সিং যাদবের লেখা বই Contesting Democratic Deficit প্রকাশ অনুষ্ঠানে চিদাম্বরম বলেন, “জোট এখনও টিকিয়ে রাখা যায়, সময় আছে, তবে এটা কঠিন।”

তিনি বিজেপিকে একটি “ভয়ঙ্কর সংগঠিত মেশিন” হিসেবে আখ্যা দেন এবং বলেন, "নিচুতলার পুলিশ স্টেশন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত তারা প্রভাব বিস্তার করেছে।"

তিনি সতর্ক করেন, “২০২৯ সালের নির্বাচনে যদি বিজেপি আরও শক্তিশালী হয়ে ফেরে, তাহলে ভারতের গণতন্ত্র আর ফিরবে না।”

খুরশিদও স্বীকার করেন, জোটে সমস্যা আছে। বলেন, “এই লড়াইয়ের জন্য বড় পরিসরে ভাবতে হবে। শুধু আসন ভাগাভাগি নয়, বরং গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে একজোট হতে হবে।”