আজকাল ওয়েবডেস্ক: আইআরসিটিসি নতুন অ্যাপ আনল। যার ফলে ট্রেনে ভ্রমণ এখন হবে আরও আরামদায়ক। যাত্রী স্বাচ্ছ্যদের কথা ভেবেই নতুন অ্যাপটি আনা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা আরও সহজে টিকিট কাটতে পারবেন। পিএনআর স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
কী এই সুপার অ্যাপ। এটি এমন একটি অ্যাপ যার মাধ্যমে ট্রেন সংক্রান্ত সব বিষয়ই দ্রুত জানা যাবে। নতুন অ্যাপে রয়েছে একাধিক সুযোগসুবিধা। যা আগে অন্য অ্যাপে পাওয়া যেত না। এই অ্যাপের মাধ্যমেই টিকিট বুকিং থেকে শুরু করে, পিএনআর স্ট্যাটাস দেখা, ট্রেনে যাত্রাকালে খাবারের অর্ডার দেওয়া, এমনকী ভ্রমণের পুরো পরিকল্পনাও সেরে নিতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে দ্রুত টিকিট বুক করা যাবে। এক্সপ্রেস, সুপারফাস্ট, দুরন্তর মতো ট্রেনের টিকিট কাটা যাবে কয়েক মিনিটের মধ্যে। ট্রেন কোথায় রয়েছে কতক্ষণে প্ল্যাটফর্মে আসবে সব জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এমনকী খাবারের অর্ডারও দেওয়া যাবে। একাধিক খাদ্য সরবরাহকারী সংস্থা যুক্ত রয়েছে এই অ্যাপে। এমনকী এই অ্যাপের মাধ্যমে হোটেল বুকিংও করা যাবে। হলিডে প্যাকেজের গোটা সুবিধা মিলবে এই অ্যাপে।
দ্রুত লেনদেনও সম্ভব হবে এই অ্যাপের মাধ্যমে। ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন আসন সংখ্যা থেকে শুরু করে ট্রেনের গতিপথ সব জানা যাবে।
২০২৪ সালের শেষেই এই অ্যাপ লঞ্চ হয়েছে। অ্যান্ড্রয়েড ও আই ফোন যে কোনও ফোনেই বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
তাহলে আর দেরি কেন, এখনই এই সুপার অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করে নিন।
