আজকাল ওয়েবডেস্ক:‌ অপারেশন ‘‌সিন্ধু’‌র সাফল্য। দু’‌দিনে ইরান থেকে দেশে ফিরলেন কয়েকশো ভারতীয়। শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামে এয়ার ইন্ডিয়ার বিমান। এবার জানা গেল, প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারত। জানা গেছে, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের তরফে অনুরোধ করা হয়েছে ভারত সরকারের কাছে। এরপরেই ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের নিজ নিজ দেশে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। আর ইতিমধ্যেই ইরানে থাকা অধিকাংশ ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে বলে জানা গেছে। 


ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে গত বুধবার যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে দিল্লি। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয়। শনিবার সকালে আরও একটি বিমান নেমেছে দিল্লিতে। শনিবার সন্ধেয় আরও একটি বিমান দিল্লিতে নামার কথা। দিল্লি থেকে ওই নাগরিকদের নিজ নিজ রাজ্যে ফেরাবেন সেই সেই রাজ্যের সরকার।


প্রসঙ্গত, ভারতের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ভারত। এরপরই ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো সম্ভব হল। আর এই পরিস্থিতি দেখেই নেপাল ও শ্রীলঙ্কা সরকারও ভারত সরকারকে অনুরোধ করল ইরানে আটকে থাকা তাঁদের দেশের নাগরিকদেরও দেশে ফেরানোর উদ্যোগ নিক ভারত। আর এই অনুরোধ গুরুত্ব দিয়েই দেখছে দিল্লি। আশ্বস্ত করা হয়েছে দুই প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরিয়ে আনা হবে দেশে।