আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ১১ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। অভিযোগে বলা হয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
সম্প্রতি পুলিশের দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে দেশজুড়ে গৃহযুদ্ধ উসকে দেওয়ার ও সরকার পতনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে, যার মধ্যে গণহত্যা ও দুর্নীতির অভিযোগও আছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এনামুল হক সাগর জানান, "তদন্ত বা চলতি মামলার প্রেক্ষিতে এই আবেদনগুলো করা হয়েছে।"
ইন্টারপোল রেড নোটিশ জারি হলে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার এক গণ-আন্দোলনে শেখ হাসিনার ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের পতনের পর তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তাঁর বেশিরভাগ সহযোগীও বিদেশে পালিয়ে যান বা গ্রেপ্তার হন।
