আজকাল ওয়েবডেস্ক : ইন্দোনেশিয়ার সঙ্গে বিরাট চুক্তি করল ভারত। এবার থেকে সেখানে ১০ লক্ষ মেট্রিক টন চাল রপ্তানি করা হবে। তবে এই চাল বাসমতি চাল নয়। বুধবার এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় সরকার মনে করছে চালের রপ্তানি যদি বাড়ে তাহলে দেশে কৃষকদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 


২০২৩ সালে দেশের চাল বিদেশে রপ্তানি করার উপর বেশ খানিকটা নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। দেশের মধ্যে যাতে খাদ্যের অভাব না থাকে সেদিকে জোর দিতেই এই পদক্ষেপ গ্রহণ করেছিল কেন্দ্র্। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এই সিদ্ধান্ত বেশ খানিকটা শিথিল করা হয়। ভারত বর্তমানে বিশ্বের সবথেকে বড় চাল রপ্তানিকারক দেশ। তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে বসে থাকে বিশ্বের অনেক দেশ। তাই এবার সেই দেশগুলির মুখেও হাসি ফুটবে।


২০২৩-২৪ অর্থবর্ষে ভারত ৮৫২.৫২ মিলিয়ন ডলার চাল রপ্তানি করেছে। এর আগে বিশ্বের ১৪০ টি দেশে ভারত চাল রপ্তানি করত। এই দেশগুলির মধ্যে প্রধান রয়েছে আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য। ২০২২ সালের হিসাব অনুসারে ভারত বিশ্বের ৪০ শতাংশ চাল রপ্তানিকারক দেশ ছিল। সেবারে ২২.৩ মিলিয়ন মেট্রিক চাল রপ্তানি করা হয়েছিল।

 


কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ভারতের কৃষিক্ষেত্রে ৩.৫ থেকে শুরু করে ৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। আগামীদিনে এই হার আরও বাড়বে। নতুন বছরের শুরুতে এই ভাল খবরে নতুন করে হাসি ফুটবে কৃষিক্ষেত্রে। চলতি বছরে এই হার আরও বাড়বে বলেও আশাপ্রকাশ করেছেন কৃষিমন্ত্রী। দেশের কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষপ্রকাশ করেছে আরবিআইও।


আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে খারিফ শস্য চাষ গতবছরে বেশ ভাল হয়েছে। সেখানে স্টকে থাকা চালেও ভাল দাম পেয়েছেন কৃষকরা। এরফলে খাদ্যসুরক্ষা নিয়ে কেন্দ্র সরকার অনেকটাই নিশ্চিন্ত হয়েছে। এরপর দেশের চাল যদি বিদেশের বাজারে রপ্তানি বাড়ে তাহলে সেটা সকলের পক্ষে আরও মঙ্গলজনক হবে।