আজকাল ওয়েবডেস্ক:‌ চরম হেনস্থার শিকার হতে হল ভারতীয় অ্যাথলিটকে। এমনই অভিযোগ উঠেছে। পোল ভল্টে জাতীয় রেকর্ডের মালিক দেব মীনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, দেবের পাশাপাশি নামিয়ে দেওয়া হয় আর এক অ্যাথলিট কুলদীপ যাদবকে। তাঁদের পোল নিয়ে ট্রেনে উঠতে দেননি টিকিট পরীক্ষক।


ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ের পানভেল স্টেশনে। ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ’ খেলে ফিরছিলেন দুই অ্যাথলিট। ফেরার পথে ভারতীয় রেলের এক টিকিট পরীক্ষক যে তাঁকে হেনস্থা করেছেন তা ভিডিও বার্তায় জানিয়েছেন দেব। ভিডিওয় দেব জানান, একটি ট্রেন থেকে তাঁদের নামিয়ে দিয়েছেন টিকিট পরীক্ষক। পানভেল স্টেশনে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন ধরার অপেক্ষা করছেন তাঁরা। টিকিট পরীক্ষককে তাঁরা অনেক বুঝিয়েছেন যে, পোল তাঁদের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তার পরেও তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি। তাঁর প্রশ্ন, এভাবেই কি ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ব্যবহার করা হয়। তিনি জাতীয় রেকর্ডের মালিক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে নামেন। এই বিষয়ে রেলের তরফে এখনও কিছু জানানো হয়নি।


এটা ঘটনা, মধ্যপ্রদেশের অ্যাথলিট দেব ২০২৫ সালের এপ্রিল মাসে ‘ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’ এ ৫.৩৫ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েন। তার আগে উত্তরাখণ্ড ন্যাশনাল গেমসে ৫.৩২ মিটার লাফিয়েছিলেন তিনি। অর্থাৎ, নিজের রেকর্ডই ভাঙেন দেব। বিশ্বরেকর্ডের তুলনায় অনেকখানি পিছিয়ে থাকলেও মীনার পারফরম্যান্স যথেষ্ট ভাল। সেই অ্যাথলিটই এবার হেনস্থার অভিযোগ তুললেন ভারতীয় রেলের বিরুদ্ধে।