আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ চরমে। বৃহস্পতি ও শুক্রবার রাতে ভারতে হামলা চালায় পাকিস্তান। সীমান্তে সংঘাতে শনিবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে 'হেভি শেলিং' হয়েছে। পাক গোলায় কাশ্মীরে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যুও হয়েছে। পাল্টা উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও। ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে জানিয়েছে, পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনা মোতায়েন বৃদ্ধি করছে। সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সৈন্য।
এসবের মধ্যেই শনিবার সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেন। তারপরই রুবিয়ো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয়েছে। উভয় দেশকেই রুবিয়ো উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন বিদেশসচিব জানিয়েছেন যে, সংঘাত এড়িয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা সহজতর করতে আমেরিকা সবরকম সহায়তায় প্রস্তুত।
ভারতের বিদেশমন্ত্রী এ জয়শঙ্করের সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে, 'আজ সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা হল। ভারত সবসময়ে সংযমী এবং দায়িত্বশীল থেকেছে, তা-ই থাকবে।'
এক সপ্তাহের মধ্যে রুবিয়ো এই নিয়ে দ্বিতীয়বার এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন। চলতি সপ্তাহের শুরুতে, তিনি ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে কথা বলার সময়, রুবিয়ো বলেছিলেন যে, জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন বন্ধ করার জন্য ইসলামাবাদকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ভারত-পাকিস্তান, দুই দেশকেই উত্তেজনা হ্রাস করার জন্য উৎসাহিত করেছিলেন। একই কথা জানিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেজি ভ্যান্স-ও।
ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে জানিয়েছে, পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনা মোতায়েন বৃদ্ধি করছে। সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সৈন্য।
