আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বিয়ের জন্য আমেরিকায় আসা এক ভারতীয় তরুণী নিখোঁজ। সূত্রে জানা গিয়েছে তিনি ইংরেজি কথা বলতে অক্ষম। এমনকি কোনও আত্মীয় নেই ওই দেশে৷ নির্ধারিত বিয়ের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ ৫ দিন পর নিখোঁজ হন। তরুণীর নাম সিমরান। 

২০ জুন তিনি আমেরিকায় পৌঁছন, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ কিন্তু যাওয়ার ৫ দিন পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। তদন্তকারীদের মতে, সম্ভবত মহিলার বিয়ে করার 'কোন উদ্দেশ্য' ছিল না। কেবল আমেরিকা ভ্রমণ করতে চেয়েছিলেন বলেই প্রাথমিকভাবে ধারণা। ২৪ বছর বয়সী এই তরুণী ভারতের কোথা থেকে এসেছেন তা এখনও অস্পষ্ট। 

সিমরানকে শেষবারের মত সাদা টি-শার্ট, ধূসর সোয়েটপ্যান্ট, কালো চপ্পল এবং হীরা খচিত কানের দুল পরে থাকতে দেখা গিয়েছে। লিন্ডেনওয়াল্ড পুলিশ বিভাগ কিছু সিসিটিভি ফুটেজও দেখেছে যেখানে সিমরানকে তাঁর ফোনের দিকে তাকিয়ে কারো জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ভিডিওতে তাঁকে কোনও চাপের মধ্যে দেখা যায়নি।

সিমরান ৫ ফুট চার ইঞ্চি লম্বা। ওজন প্রায় ৬৮ কেজি। তাঁর কপালের বাম দিকে হালকা দাগ রয়েছে। তাঁর ফোন কেবল ওয়াইফাই সংযোগে কাজ করে। বর্তমানে লিন্ডেনওয়াল্ড পুলিশের গোয়েন্দা জো টমাসেটি মামলাটি পরিচালনা করছেন।  সিমরানের অবস্থান সম্পর্কে তথ্য থাকলে তাঁকেই জানানোর অনুরোধ করা হচ্ছে।