আজকাল ওয়েবডেস্কঃ ভিনদেশে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে ঘটে এই ঘটনা৷ ঘটনার কথা ভারতে তাঁর পরিবার অব্ধি আসতে মুছড়ে পড়েন পরিবারের সদস্যরা। সূত্রে জানা গিয়েছে যুবক বিদেশে ট্রাক চালক হিসেবেও কাজ করতেন৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, যুবকের নাম অর্শপ্রীত সিং খাহরা। পাঞ্জাবের এই ২৩ বছর বয়সী যুবক বিদেশ যায় পড়াশোনা করতে। পড়াশোনার পাশাপাশি হাত খরচার জন্য ট্রাক চালক হিসেবেও কাজ করত৷ ঘটনার দিন অর্শপ্রীত একটি সাদা ভলভো ট্রাক চালাচ্ছিলেন। হঠাৎ এটি রাস্তা থেকে সরে গিয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্স এবং দমকলকর্মী সহ জরুরি পরিষেবাগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। একমাত্র অর্শপ্রীতকে জ্বলন্ত গাড়ির ভিতরে আটকা পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। খবর পরিবারের কাছে পৌঁছতেই তাঁরা মর্মাহত। মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া দ্রুত করার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন তাঁরা।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ট্রাকটি অর্ধেক ভেঙে গিয়েছে। পুড়ে যাওয়ার ফলে এটি চেনা যাচ্ছে না। দুর্ঘটনার কারণ কী তা পুলিশ এখনও তদন্ত করছে। তদন্ত অব্যাহত রাখার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরা মৃতদেহ দ্রুত ভারতে ফেরত পাওয়ার আশা করছেন।
