আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল ভারতীয় রেল। মঙ্গলবার থেকে চালু হল ১০টি নতুন ট্রেন। সবথেকে বড় বিষয় রিজার্ভেশন ছাড়াই যাত্রীরা এই ট্রেনগুলিতে উঠতে পারবেন। জানা গিয়েছে, ভারতের বেশ কিছু রুটে যাত্রী সংখ্যা অত্যন্ত বেশি। সেই সমস্ত রুটের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নয়া উদ্যোগ যাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ করবে বলেই আশা করা হচ্ছে। যাত্রীরা এই নতুন ট্রেনগুলির টিকিট স্টেশনের টিকিট কাউন্টার থেকে বা অনলাইনে ইউটিএস অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন।
যারা মোবাইল অ্যাপ ব্যবহারে দক্ষ নন, তাদের জন্যও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। জন সেবা কেন্দ্র থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। ভারতীয় রেল সূত্রে খবর, এই ট্রেনগুলি জেনারেল কামরা এবং চেয়ার-কার কোচ দিয়ে সাজানো হয়েছে। দেশের একাধিক প্রধান শহরগুলিকে সংযোগ করার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই ট্রেনগুলি লক্ষ লক্ষ ভারতীয়দের জন্য আরও সহজ, দ্রুত এবং আরামদায়ক করে দেবে বলেই জানাচ্ছে রেল। সস্তায় যাওয়া যাবে দেশের বিভিন্ন প্রান্তে। জেনে নিন এই নতুন দশ ট্রেনের সময়সূচি এবং গন্তব্য।
১. মুম্বাই-পুনে সুপারফাস্ট
- ছাড়ার সময়: মুম্বাই সকাল ৭:৩০
- পৌঁছানোর সময়: পুনে সকাল ১১:০০
২. হায়দরাবাদ-বিজয়ওয়াড়া এক্সপ্রেস
- ছাড়ার সময়: হায়দ্রাবাদ সকাল ৭:৩০
- পৌঁছানোর সময়: ভিজয়ওয়াড়া দুপুর ২:০০
৩. দিল্লি-জয়পুর এক্সপ্রেস
- ছাড়ার সময়: দিল্লি সকাল ৬:০০
- পৌঁছানোর সময়: জয়পুর দুপুর ১:৩০
৪. লখনউ-বারাণসী এক্সপ্রেস
- ছাড়ার সময়: লখনউ সকাল ৭:০০
- পৌঁছানোর সময়: বারাণসী দুপুর ১:৩০
৫. কলকাতা-পাটনা ইন্টারসিটি
- ছাড়ার সময়: কলকাতা সকাল ৫:০০
- পৌঁছানোর সময়: পাটনা দুপুর ২:০০
৬. আহমেদাবাদ-সুরাট ফাস্ট
- ছাড়ার সময়: আহমেদাবাদ সকাল ৭:০০
- পৌঁছানোর সময়: সুরাট দুপুর ১২:৩০
৭. পাটনা-গয়া এক্সপ্রেস
- ছাড়ার সময়: পাটনা সকাল ৬:০০
- পৌঁছানোর সময়: গয়া রাত ৯:৩০
৮. জয়পুর-আজমের ফাস্ট
- ছাড়ার সময়: জয়পুর সকাল ৮:০০
- পৌঁছানোর সময়: আজমের রাত ১১:৩০
৯. চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেস
- ছাড়ার সময়: চেন্নাই সকাল ৮:০০
- পৌঁছানোর সময়: বেঙ্গালুরু বিকেল ৩:৩০
১০. ভোপাল-ইন্দোর ইন্টারসিটি
- ছাড়ার সময়: ভোপাল সকাল ৬:৩০
- পৌঁছানোর সময়: ইন্দোর দুপুর ১২:০০
