আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পর্বতারোহী সত্যদীপ গুপ্ত একই মরশুমে দু'বার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে পর্বত আরোহণ করে ইতিহাস গড়েছেন। একইসঙ্গে তিনিই হলেন প্রথম ভারতীয়, যিনি মাউন্ট এভারেস্ট থেকে মাউন্ট লোৎসের যেতে ১১ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন।
সত্যদীপ গুপ্ত, সোমবার দুপুরে বিশ্বের চতুর্থ উচতম ৮ হাজার ৫১৬ মিটার উচ্চতার মাউন্ট লোৎসে পর্বত শৃঙ্গ আরোহণ করেন। তার আগের দিন রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ তিনি আরোহণ করেন বিশ্বের সর্ব্বোচ্চ শৃঙ্গ ৮’ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট। তাঁর সঙ্গে ছিলেন পাসতেম্বা ও নিমা উংগদি শেরপা।
সত্যদীপ গুপ্ত, সোমবার দুপুরে বিশ্বের চতুর্থ উচতম ৮ হাজার ৫১৬ মিটার উচ্চতার মাউন্ট লোৎসে পর্বত শৃঙ্গ আরোহণ করেন। তার আগের দিন রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ তিনি আরোহণ করেন বিশ্বের সর্ব্বোচ্চ শৃঙ্গ ৮’ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট। তাঁর সঙ্গে ছিলেন পাসতেম্বা ও নিমা উংগদি শেরপা।
