আজকাল ওয়েবডেস্ক: আর্থিক বিনিয়োগ সংক্রান্ত দুর্নীতির কারণে ১০০টিরও বেশি চিনা অ্যাপ ব্যান করল কেন্দ্রীয় সরকার। চিন পরিচালিত আর্থিক জালিয়াতি কমাতেই এই পদক্ষেপ। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক সরকারের তথ্যপ্রযুক্তি এবং বিদ্যুৎ মন্ত্রকের কাছে ওয়েবসাইটগুলি ব্যান করার কথা জানায়। গত কয়েক বছরে ভারত সরকার প্রায় ২৫০টি চিনা অ্যাপ ব্যান করেছে।

জানা গিয়েছে, এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা এবং জনশৃঙ্খলার প্রতি ক্ষতিকর। টিকটক, ক্যামস্ক্যানারের মত ভারতে বহুল প্রচলিত অ্যাপও ব্যান করে দেওয়া হয় সরকারের তরফে। কেন্দ্রের মতে, অ্যাপগুলি তাদের ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল। এমনকি, পাবজির মত মোবাইল গেমও ব্যান করে দেওয়া হয় ভারত সরকার।