আজকাল ওয়েবডেস্ক: মার্কিন হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ ভারত। জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে দিল্লি। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার সাফ জানিয়েছেন যে, রাশিয়া ছাড়াও যেখান থেকে সবচেয়ে ভাল দামে তেল পাবে, ভারত সেখান থেকেই কিনবে।
রবিবার প্রকাশিত রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেছেন যে, দেশের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই নয়াদিল্লির অগ্রাধিকার।
ওই সাক্ষাৎকারে বিনয় কুমার বলেছেন, "ভারতের তেল কেনাবেচা পুরোপুরি বাণিজ্যিক কারণে হয়। ভারতীয় সংস্থাগুলি যেখান থেকে ভাল দামে তেল পাবে, সেখান থেকেই কিনবে। আমাদের উদ্দেশ্য ১৪০ কোটি মানুষের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। আর রাশিয়া-সহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতেও সাহায্য করেছে।"
মার্কিন প্রশাসনের সমালোচনার মুখেই রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের এই মন্তব্য বেশ তাৎপর্যবাহী।
রাশিয়া থেকে দামে বিশেষ ছাড়ে তেল কেনায় ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ভারত এই তেল কিনে আদতে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে। প্রতিশোধ হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে।
তবে শুরু থেকেই ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন সিদ্ধান্তকে বিদেশমন্ত্রক 'অন্যায্য, অবিচারসুলভ এবং অযৌক্তিক' বলে স্পষ্ট জানিয়েছে।
রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার স্পষ্ট করে দিয়েছেন যে, মস্কোর সঙ্গে ভারতের বাণিজ্য বাজার ও পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে। তাঁর দাবি, "ভারত কেবল রাশিয়ার সঙ্গেই নয়, আরও নানা দেশের সঙ্গেই এইভাবে লেনদেন করে থাকে। এমনকি আমেরিকা এবং ইউরোপের দেশগুলিও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।"
শনিবার, অপরিশোধিত তেল ইস্যুতে ভারতের বিরুদ্ধে মার্কিন সমালোচনার প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, "ব্যবসা-বান্ধব আমেরিকান প্রশাসনের হয়ে কাজ করা লোকেরা অন্যদের ব্যবসা করার অভিযোগ করাটা মজার।" তিনি আরও বলেন, "এটা সত্যিই কৌতূহলজনক। ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে যদি আপনার সমস্যা হয়, তাহলে তা কিনবেন না। কেউ আপনাকে তা কিনতে বাধ্য করছে না। কিন্তু ইউরোপ কেনে, আমেরিকা কেনে, ফলে আপনি এটা পছন্দ করেন না, তাই কিনবেন না।"
