আজকাল ওয়েবডেস্ক: সামনাসামনি যুদ্ধ ও কূট-কৌশলে ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান। এবার পাক অর্থনীতিতে আঘাত এনে পড়শি দেশটিকে ভাতের মারার পরিকল্পনা করেছে নয়াদিল্লি। পাকিস্তানকে অর্থ মঞ্জুর করার আগেই বিশ্বব্যাঙ্কের ২০ বিলিয়ন ডলার অনুদান ঠেকানোর চেষ্টায় ভারত। এছাড়াও জঙ্গিদের অর্থ সাহায্যের নজরদারি বিশ্ব সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কাছেও দরবার করবে নয়াদিল্লি।
ভারতের আপত্তি উড়িয়েই পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফ। আগামী জুনেই বিশ্ব ব্যাঙ্কের থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। সেই ঋণ ঠেকাতেই বিশ্ব ব্যাঙ্কের কাছে দরবারের উদ্যোগী ভারত। একইসঙ্গে পাকিস্তানকে ফের এফএটিএফের ধূসর তালিকায় ঢোকানোরও জন্যও আর্জি জানানো হবে।
উল্লেখ্য, চার বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান। ২০২২ সালে সেই তালিকা থেকে বেরিয়ে আসে তারা। কিন্তু এসবের পরেও পাকিস্তানের বিরুদ্ধে বারবার সন্ত্রাসে আর্থিক মদত ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। যা তথ্য-প্রমাণ-সহ তুলে ধরে ফের প্রতিবেশী দেশটিকে ধূসর তালিকাভুক্ত করার আবেদন জানাতে চলেছে নয়াদিল্লি।
ভারত মনে করছে, এফএটিএফের ধূসর তালিকায় পাকিস্তানকে ঢোকানো গেলেই সে দেশের যাবতীয় আন্তর্জাতিক আর্থিক লেনদেন, উৎস, বিদেশি বিনিয়োগে তালা মেরে দেওয়া যাবে। ফলে ঋণগ্রস্ত দেশটি মহা ফাঁপড়ে পড়বে।
